BRAKING NEWS

বফর্স শুনানি, সিবিআই-এর আর্জি গ্রহণ করতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে শুক্রবার বফর্স মামলার শুনানি হল| তবে, শুনানি হলেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর আর্জি শুনতে সম্মত হল না শীর্ষ আদালত| ৬৪ কোটি টাকার বফর্স মামলায় সিবিআই-এর দায়ের করা আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট|
দিল্লি হাইকোর্ট এই মামলায় ১৩ বছর আগে (২০০৫ সালের ৩১ মে) সব অভিযুক্তকে মুক্তি দিযেছিল| গত ২ ফেব্রুয়ারি সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই-এর সেই আবেদনের শুনানি শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি কে এম জোসেফের এজলাসে হয়েছে| কিন্তু, বফর্স মামলায় সিবিআই-এর দায়ের করা আবেদন প্রত্যাখ্যান করল সুপ্রিম কোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *