BRAKING NEWS

লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনকে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০  অক্টোবর৷৷ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে সাংগঠনকে সাজিয়ে তুলার উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস৷

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ ছবি নিজস্ব৷

এআইসিরি সভাপতি রাহুল গান্ধীর নির্দেশে প্রতিটি রাজ্যে কংগ্রেসের সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে৷ রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথ সভাপতি নিযুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে আশি শতাংশ বুথ সভাপতি সহ বুথ কমিটি গঠন করার কাজ শেষ হয়েছে৷ বাকিগুলিতে আগামী কিছুদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে৷ মঙ্গলবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা আরও বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ যেকোনও সময় তিনি খুন হতে পারেন৷ এই ব্যাপারে রাজ্য পুলিশের মহানির্দেশককে জানানো সত্বেও প্রয়োজনীয় এসকর্ট দেওয়া হচ্ছে না৷ এমনকি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসের চিঠির কোন জবাবও দেওয়া হচ্ছে না৷ যদি প্রশাসনের তরফ থেকে কোন ইতিবাচক সাড়া না দেওয়া হয় তাহলে ডিজিপি অফিসে অনির্দিষ্টকালের জন্য ধর্ণা আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস৷

এদিন, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও অভিযোগ করেন, মিজোরাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের মধ্যে রেশন বন্টন করা হয়েছে৷ এটি মূলত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷ প্রথমে রেশন বন্ধ করা হয়েছিল৷ তারপর পুনরায় রেশন সামগ্রী বন্টন করা হয়েছে৷ এর তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস৷ অন্যদিকে, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে ঠিকই কিন্তু মানুষের জীবনমানের কোন উন্নতি হয়নি৷ মানুষ নতুন বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজকর্মে অতিষ্ট হয়ে উঠেছেন৷ নানা জায়গায় জোট শরিকদের মধ্যে বিবাদ হচ্ছে৷

প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন, রাজ্যে কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন বিধায়কদের নিরাপত্তা রক্ষী তুলে নিয়েছে৷ অন্যদিকে শাসক দল বিজেপির সিকি আধুলী নেতাদেরও নিরাপত্তা রক্ষী দেওয়া হচ্ছে৷ বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতৃত্বরা সভা সমাবেশ করতে গেলে এসকর্ট চাওয়া হলেও প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না৷ তাতে যেকোনও সময় বড় ধরনের কোন ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, তাঁকে হত্যার পরিকল্পনা নেওয়া হচ্ছে৷ কয়েকবার তাঁর উপর হামলা চালানো হয়েছে৷ এতসবের পরও আরক্ষা প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে না৷ এদিন, সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক, তাপস দে প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *