BRAKING NEWS

ইন্দোনেশিয়ায় ভেঙে পড়ল লায়ন এয়ার ফ্লাইট, পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীর মৃত্যুর আশঙ্কা

জাকার্তা, ২৯ অক্টোবর (হি.স.): ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ল লায়ন এয়ার ফ্লাইটের যাত্রীবোঝাই একটি বিমান| ‘অভিশপ্ত’ বিমানটিতে ছ’জন ক্রু মেম্বার এবং দু’জন পাইলট-সহ মোট ১৮৮ জন যাত্রী ছিলেন, বিমান দুর্ঘটনায় প্রত্যেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে| ইন্দোনেশিয়ার স্থানীয় সময় অনুযায়ী, সোমবার সকাল ৬.২১ মিনিট নাগাদ জাকার্তা বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল যাত্রীবোঝাই লায়ন এয়ার ফ্লাইটের বিমানটি| কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই, সকাল ৬.৩৩ মিনিট নাগাদ এয়ার ট্র্যাফ্রিক কন্ট্রোলের সঙ্গে বোয়িং ৭৩৭ ফ্লাইট জেটি ৬১০ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| নিখোঁজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীকে নিয়ে জাকার্তার অদূরে উপকূল থেকে ৩৪ নটিক্যাল মাইল দূরে জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি| শেষ পাওয়া খবর অনুযায়ী, জাভা সমুদ্রের তট এবং সংলগ্ন অঞ্চল থেকে উদ্ধার হয়েছে বিমানের সিট, ধ্বংসাবশেষ এবং একটি মোবাইল ফোন| আপাতত বোট এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারী দলের ১৩০ জন প্রতিনিধি|

 লায়ন এয়ার ফ্লাইটের মুখপাত্র ইউসুফ লতিফ বিমানটির ভেঙে পড়ার কথা স্বীকার করেছেন| লায়ন এয়ার ফ্লাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৬.২১ মিনিট নাগাদ গ্রেটার জাকার্তার তাঙ্গেরাঙয়ে, সোয়েকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল যাত্রীবোঝাই লায়ন এয়ার ফ্লাইটের বিমানটি| কিন্তু, টেক-অফের মাত্র ১৩ মিনিটের মধ্যেই এয়ার ট্র্যাফ্রিক কন্ট্রোলের সঙ্গে বোয়িং ৭৩৭ ফ্লাইট জেটি ৬১০ বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| নিখোঁজ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট এবং ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রীকে নিয়ে জাভা দ্বীপের সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি| ‘অভিশপ্ত’ বিমানটিতে দু’জন পাইলট, ছ’জন ক্রু মেম্বার-সহ ১৮৮ জন যাত্রী ছিলেন| তাঁদের মধ্যে একটি শিশু এবং দু’টি খুবই ছোট্ট শিশু রয়েছে| উদ্ধারকারী দলের আশঙ্কা, বিমানে থাকা ১৮৮ জন যাত্রীরই সম্ভবত মৃত্যু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *