BRAKING NEWS

উপজাতি কল্যাণ ঃ এডিসিকে অধিক ক্ষমতায়ণের পক্ষে মত একাধিক সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ রাজ্যে জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়নে কেন্দ্রের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে এডিসিকে অধিক ক্ষমতায়নের পক্ষে সওয়াল করল গণমুক্তি পরিষদ সহ একাধিক সংগঠন৷ উপজাতি কর্মচারী এসোসিয়েশনও একই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে৷

শুক্রবারও কেন্দ্রের কমিটি রাজ্যের একাধিক সংগঠনের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে৷ এদিন সাংবাদিক সম্মেলনে গণমুক্তি পরিষদের সভাপতি সাংসদ জীতেন্দ্র চৌধুরী জানান, রাজ্যের উপজাতি কল্যাণ নিয়ে গৃহিত পদক্ষেপের দীর্ঘ ইতিহাস ওই কমিটির সামনে তুলে ধরা হয়েছে৷ আগামীদিনে জনজাতিদের কল্যাণের জন্য এডিসিকে অধিক ক্ষমতায়ণ খুবই জরুরি, সে বিষয়ে জোর দেওয়া হয়েছে৷ তাঁর কথায়, গণমুক্তি পরিষদের পক্ষ থেকে উপজাতি কল্যাণে বিভিন্ন দাবির পাশাপাশি এডিসি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এসমস্ত বিষয় একত্রিত করে একটি মেমোরেন্ডাম কমিটির হাতে তুলে দিয়েছে গণমুক্তি পরিষদ, বলেন শ্রীচৌধুরী৷

এদিকে, উপজাতি কর্মচারী এসোসিয়েশনও কমিটিকে বিভিন্ন দাবী সম্বলিত মেমোরেন্ডাম দিয়েছে৷ তাতে, এডিসিকে অধীক ক্ষমতায়ণের পক্ষে সওয়াল করা হয়েছে৷ এদিন, বিভিন্ন সংগঠনের কাছ থেমে মতামত সংগ্রহ করার পর ওই কমিটির সদস্যরা দিল্লি ফিরে গেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *