BRAKING NEWS

জনজাতি কল্যাণ ঃ কেন্দ্রের উচ্চ কমিটি রাজ্যে রাজনৈতিক দল সহ ৩৬ সংস্থার বক্তব্য নিচ্ছে, আইএনপিটি চেয়েছে এনআরসি, পৃথক রাজ্যে অবিচল আইপিএফটি, বিজেপি চায় এডিসিতে সরাসরি তহবিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ উপজাতি কল্যাণে কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি রাজ্যে এসে রাজনৈতিক দল সহ ৩৬ সংস্থার বক্তব্য সংগ্রহ করছে৷ আইএনপিটি উপজাতি কল্যাণে এনআরসি চেয়েছে৷ এদিকে, পৃথক রাজ্যের দাবিতে অবিচল আইপিএফটি৷ তবে, বিজেপি এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দ চেয়েছে৷

বৃহস্পতিবার জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়নে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য রেখেছে৷ বিজেপি, আইপিএফটি, সিপিএম, কংগ্রেস, সিপিআই এবং আইএনপিটির সদস্যরা তাদের রাজনৈতিক লাইনে ওই কমিটির কাছে বক্তব্য তুলে ধরেছেন৷ আইপিএফটি এই কমিটির কাছে তাদের পৃথক রাজ্যের দাবির প্রতি অনঢ় অবস্থান জানিয়েছে৷ পাশাপাশি তারা জনজাতিদের উন্নয়নও চেয়েছে৷ জোট সঙ্গি বিজেপি পৃথক রাজ্যের বিরোধীতা করে জনজাতিদের আর্থ সামাজিক মানোন্নয়নে জোর দিয়েছে৷ পাশাপাশি বিজেপি এডিসিতে সরাসরি অর্থ প্রদানের জন্য সওয়াল করেছে৷ সিপিএম ওই কমিটির কাছে এডিসি প্রশাসনের অধিক ক্ষমতায়নের দাবিতে মেমোরেন্ডাম দিয়েছে৷

৯ সদস্যক উচ্চ পর্যায়ের কমিটি বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে মতামত সংগ্রহ করেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আভ্যন্তরিন নিরাপত্তার প্রধান সচিব রিনা মিত্র’র নেতৃত্বে এই কমিটি রাজ্যে এসেছে৷ ৯ সদস্যক এই কমিটি রাজ্যে জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়ন সম্পর্কে মতামত সংগ্রহ করছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই কমিটিকে ৬০ দিনের ভেতরে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে৷

এদিন আইপিএফটির পক্ষে রাজস্ব মন্ত্রী তথা দলের সভাপতি এনসি দেববর্মা এবং উপজাতি কল্যাণ মন্ত্রী তথা দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া সহ ১২ জন সদস্য ওই কমিটির সাথে দেখা করে মেমোরেন্ডাম জমা দিয়েছে৷ আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়ন আইপিএফটির দাবির তালিকায় থাকলেও মূল দাবি ছিল তিপ্রাল্যান্ড৷ এ বিষয়ে আইপিএফটির সহ সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, উচ্চ পর্যায়ের ওই কমিটিকে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে বিস্তারিত জানিয়েছি৷ জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়নের পাশাপাশি তিপ্রাল্যান্ডও চাইছে আইপিএফটি, তা ওই কমিটির সদস্যদের পরিস্কার ভাবে বোঝানো হয়েছে৷ দলের দাবির প্রতি সমস্ত যুক্তি তাঁদের কাছে তুলে ধরেছে আইপিএফটি৷

এদিকে জনজাতিদের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ এবং এডিসিতে সরাসরি অর্থ প্রদানের দাবি জানিয়েছে বিজেপি৷ এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির জনজাতি মোর্চার সভাপতি তথা বিধায়ক রামপদ জমাতিয়া জানিয়েছেন, আজ বিজেপি রাজ্য কমিটির এক প্রতিনিধি দল ৯ পাতার মেমোরেন্ডাম ওই কমিটির হাতে তুলে দিয়েছে৷ জনজাতিদের উন্নয়নে একাধিক দাবি রাখা হয়েছে৷ তাঁর কথায়, বিজেপি সবচেয়ে বেশি জোড় দিয়েছে জনজাতিদের উন্নয়নে বিশেষ আর্থিক বরাদ্দ ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি বিজেপি এডিসিতে সরাসরি অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে৷

এদিন সিপিএম ওই কমিটির কাছে মেমোরেন্ডাম জমা দিয়েছে৷ দলের রাজ্য সম্পাদকের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ ওই উচ্চ পর্যায়ের কমিটির সাথে দেখা করেছে৷ এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর জানান, জনজাতিদের আর্থ- সামাজিক উন্নয়নে সিপিএমের ভূমিকা ওই কমিটির কাছে তুলে ধরা হয়েছে৷ সিপিএম পাট্টা প্রাপকদের অবিলম্বে পূণর্বাসনের দাবি জানিয়েছে৷ পাশাপাশি ব্লক স্তরে একলব্য মডেল সুকল গঠনের দাবি জানিয়েছে৷ সিপিএম এডিসি প্রশাসনের আরও ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেছে৷

এদিন আইএনপিটি নেতৃবৃন্দরাও ওই কমিটির সদস্যদের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরেছেন৷ দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খলের নেতৃত্বে প্রতিনিধি দল ওই কমিটির কাছে রাজ্যে এনআরসি চালু করার দাবি জানিয়েছে৷ আইএনপিটির বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারী এই রাজ্যের অন্যতম প্রধান সমস্যা৷ ফলে, জনজাতিদের কল্যাণে এবং তাদের উন্নয়নে এনআরসি খুব জরুরি৷ আইএনপিটিও এডিসি প্রশাসনকে অধিক ক্ষমতায়নের পক্ষে সওয়াল করেছে৷

জানা গেছে, অন্তত ৩০টি সামাজিক সংগঠন শুক্রবার ওই কমিটির সাথে মত বিনিময়ে মিলিত হবে৷ সকলের কাছ থেকে রাজ্যের জনজাতিদের আর্থ, সামাজিক, সাংসৃকতিক এবং ভাষাগত উন্নয়ন সম্পর্কে মতামত সংগ্রহ করার পর ওই কমিটির সদস্যরা আগামী কালই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *