BRAKING NEWS

চিন-ভারতের শত্রুতা মেটাতে চলেছে সল্টলেকের এফ ই ব্লক

কলকাতা, ৭ অক্টোবর (হি.স.): ভারত এবং চিনের মধ্যে কিছুদিন যাবত শত্রুতার সৃষ্টি হয়েছে । এই দু’‌দেশের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তিক্ত হয়ে রয়েছে । ডোকা-লা ইস্যু নিয়ে গত বছরের জুন মাস থেকেই ঠাণ্ডা লড়াই চলছিল দু’‌দেশের মধ্যেই । সেই দু’‌দেশের শত্রুতাকে মিটিয়ে পুনরায় বন্ধুত্ব করনোর প্রচেষ্টাই করছে সল্টলেকের এফ ই ব্লক । এ বছর এই ব্লকের পুজোর থিম হল চিন-ভারত মৈত্রী ।

আকাশে শরতের মেঘ । তবে বাঙালি কিন্তু শরতের মেঘের জন্য অপেক্ষা করেনি । পুজো পুজো ভাব এসে গেছে ইতিমধ্যে । প্রায় সবাই শুরু করে দিয়েছেন পুজোর বাজার । পুজো কমিটিগুলোরও পাড়ার পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে ।

জেলা থেকে শহর সবাই এখন দিন গুনছে পুজো আসার । পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি । কলকাতার পাশাপাশি থিমের পুজোও কয়েক বছর ধরে বেশ পাল্লা দিচ্ছে শহরতলীতেও । তার মধ্যে সল্টলেকও অন্যতম । প্রতিবছরই নিত্য-নতুন পুজোর থিম নিয়ে শহরবাসীকে চমকে দিচ্ছে কলকাতার এই উপনগরী । দু’‌বছর আগে রাক্ষসদের গ্রাম তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল এই ব্লকই ।

পুজো কমিটির এক সদস্য বলেন, চিনের শেনঝেন রাজকীয় প্রাসাদের একাংশ উঠে আসবে এফ ই ব্লকের মাঠে । সেই আদলেই তৈরি হচ্ছে গোটা পুজো মণ্ডপ । মণ্ডপের ভেতরে এবং বাইরে চিনা শিল্পের বেশ কিছু নিদর্শনও দেখা যাবে । যদিও এখনও মণ্ডপের বিশেষ কিছু কাজ বাকি । তবে প্রতিমার রুপ হবে সাবেকী । প্রতিমা শিল্পী হলেন কুমোরটুলির রামকান্ত পাল ।

আর কিছুদিনের মধ্যেই শেষ হবে মণ্ডপ গড়ার কাজ । পুজো কমিটির পূর্ণআশা, অন্যবারের মত এ বছরও তাঁদের পুজো সকলের দৃষ্টি আকর্ষণ করে । সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন এফ ই ব্লকের পুজো কমিটির সদস্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *