BRAKING NEWS

হিন্দুত্ব ও দুর্নীতিকে পুঁজি করেই লোকসভা ভোটে লড়বে বিজেপি, জানালেন স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ আগামী লোকসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করছে না বিজেপি৷ হিন্দুত্ব এবং দুর্নীতিকে পঁুজি করেই নির্বাচনে নামতে চলেছে পদ্ম শিবির৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে অকপটে একথা জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মনিয়াম স্বামী৷ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির আসন আরও বাড়বে, সে বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সুব্রহ্মনিয়াম স্বামী আরও একবার বিজেপিকে সুযোগ দেয়ার আর্জি জানালেন৷ তাঁর কথায়, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব অর্থনৈতিক সমস্যা৷ এই সমস্যার সমাধানকে পঁুজি করে এখন পর্যন্ত নির্বাচনে কেউ জিতেনি৷

বিজেপি’র রাজ্যসভার সাংসদ এদিন দাবি করেন, গত লোকসভা নির্বাচনে হিন্দু ভোটে ভর করে বিজেপি জয়ী হয়েছে৷ হিন্দুত্বের ধবজা এদেশে উড়াতে পারে একমাত্র বিজেপি৷ এই বিশ্বাস থেকেই হিন্দুভোট বিজেপি পেয়েছে৷ তাই আগামী লোকসভা নির্বাচনে হিন্দুত্বই বিজেপির কাছে তুরুপের তাস, স্বাকীর করতে কার্পন্য করেননি সুব্রহ্মনিয়াম স্বামী৷ সাথে যোগ করেন, বিজেপি ছাড়া অন্য কেউ হিন্দুত্ব নিয়ে বড়াই করুক তা মানায় না৷ তাঁর কটাক্ষ, সম্প্রতি রাহুল গান্ধী নিজেকে হিন্দু হিসেবে জাহির করার আপ্রাণ চেষ্টা করছেন৷ কিন্তু, তাঁর এই নাটকে কেউ প্রভাবিত হবে না, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

তাঁর দাবি, গত লোকসভা নির্বাচনে রাম মন্দির পুনঃনির্মানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি৷ সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে সেই পথ আরও প্রসস্ত হয়েছে৷ তাঁর কথায়, সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছে, নামাজ পড়ার জন্য মসজিদের প্রয়োজন নেই৷ যে কোন স্থানে নামাজ পড়া যাবে৷ ফলে, জমি জটের কারণে রাম মন্দির নির্মানে যে বাধা তৈরি হয়েছিল, তা সমাধান হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ তাঁর বক্তব্য, আদালতের রায়ে এখন মসজিদ ভাঙা যাবে৷ তাই তিনি আবেদন রাখেন, অযোধ্যায় রাম মন্দির, মথুরায় কাশী-বিশ্বনাথ ও বারাণসীতে কৃষ্ণ মন্দির গড়ে তুলতে মুসলীমরা সহায়তা করুক৷ তাঁর কথায়, হিন্দুত্ব বিজেপির গর্ব৷ তাই এই ইস্যুতেই নির্বাচনে নামবে দল৷

এদিন তিনি অকপটে বলেন, মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের সমস্যার সামাধানকে পঁুজি করে কেউ নির্বাচনে জিততে পারেনি৷ তাঁর কথায়, মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব অর্থনৈতিক সমস্যা৷ মুরারজি দেশাই থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী অনেকেই এই সমস্যার সমাধানে চেষ্টা করেছেন৷ কিন্তু অর্থনৈতিক সমস্যাকে পঁুজি করে কারোরই নির্বাচনে জয় সম্ভব হয়নি৷ তাঁর কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে মূল্যবৃদ্ধি কিংবা বেকারত্বের সমস্যা বিজেপির প্রচারে প্রাধান্য পাবে না৷

এদিন তিনি আরো দাবি করেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি সরকার৷ ফলে, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে নির্বাচনী প্রচারে অন্যতম মুখ্য বিষয় হিসেবে তুলে ধরবে বিজেপি৷ তাঁর কথায়, সাড়ে চার বছরে একটি দুর্নীতিও হয়নি বিজেপির শাসনে৷ ফলে এই বিষয়টি বিরোধীদের বিরুদ্ধে অন্যতম হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দল৷ সুব্রহ্মনিয়াম স্বামীর বক্তব্য, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনেক দাবি পূরণ করা বাকি রয়েছে৷ তাই সাড়ে চার বছরে সাফল্যের নিরিখে বিজেপিকে আরও একবার সুযোগ দেওয়া উচিত৷ এদিন তাঁর কথায় দেশ থেকে যারা টাকা নিয়ে পালিয়েছে তা ফিরিয়ে আনা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলীর সাথে মতপার্থক্য ফুটে উঠেছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে দেশ থেকে যারা টাকা নিয়ে পালিয়েছে তা ফিরিয়ে আনার পদ্ধতি বলেছি৷ বিভিন্ন দেশ তা সফলভাবে করে দেখিয়েছে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তাঁর পদ্ধতি মানতে চাইছে না৷ তাঁর কথায়, হয়তো আইনী জটিলতা রয়েছে, তাই তাঁর পরামর্শ শুনছে না কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *