নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষা এবং উদ্ভাবন দেশের উন্নয়নের জন্য জরুরি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সার্বিক উন্নয়নই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তা কোনও ভাবেই শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। উদ্ভাবন ছাড়া উন্নয়নের লক্ষ্যে পৌঁছনো কোনও ভাবেই সম্ভব নয় বলে শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অ্যাকাডেমিক লিডারশিপ ওন এডুকেশন ফর রিসার্জেন্স শীর্ষক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জ্ঞান ও শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যেই আবদ্ধ থাকাটা উচিত নয়। সমাজের বিভিন্ন স্তরে থাকা মানুষদের সার্বিক উন্নয়নই হচ্ছে শিক্ষার লক্ষ্য। তা কোনও ভাবেই শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। প্রকৃত মানুষ গড়ার জন্য স্বামী বিবেকানন্দ স্বাস্থ্যকর শিক্ষার উপর জোর দিয়েছিলেন। প্রাচীন ভারতের নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষা এবং উদ্ভাবনকে বিশেষ গুরুত্ব দেওয়া হত। দেশের বিভিন্ন স্তরে শিক্ষা পৌঁছিয়ে দেওয়ার জন্য সরকার কাজ করে চলেছে। উদ্ভাবনীকে গুরুত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘অটল থিনকার্স ল্যাব’ গড়া হয়েছে। এর লক্ষ্যই হচ্ছে স্কুল পড়ুয়াদের আরও বেশি করে উদ্ভাবন মুখী করে তোলা।
কেন্দ্রীয় সরকারের ভবিষ্যৎ শিক্ষানীতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ করাটা কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাব্যবস্থার পরিকাঠামোগত উন্নয়নের জন্য ‘রিভাইটালাইজেশন অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যাণ্ড সিস্টেম ইন এডুকেশন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২২ সালের মধ্যে এক লক্ষ কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রিসার্চ ফর রিসার্জেন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রায় ৩৫০ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টররা যোগ দিয়েছিলেন।