BRAKING NEWS

ভূমিকম্প-সুনামির তাণ্ডবে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ার দ্বীপ শহর পালু, মৃত্যু অন্ততপক্ষে ৩৮৪ জনের

জাকার্তা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): ভয়াবহ ভূমিকম্প-সুনামির গ্রাসে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডের দ্বীপ শহর পালু। ভয়াবহ ভূমিকম্প-সুনামির গ্রাসে পালু শহর এবং সুলাওয়েসি আইল্যান্ডের বিভিন্ন প্রান্তে প্রাণ হারালেন অন্ততপক্ষে ৩৮৪ জন। এছাড়াও আহতের সংখ্যা ৫৪০-এরও বেশি। জোর তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ, তা সত্বেও এখনও নিখোঁজ প্রায় ২৯ জন। শুক্রবার জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ড। স্থানীয় সময় অনুযায়ী বিকেল তিনটে নাগাদ প্রথমে ৭.৭ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয়। প্রথম কম্পনের আতঙ্ক কাটতে না কাটতেই ৭.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। এরপরও বেশ কয়েকবার আফটার শকও অনুভূত হয়। ভূমিকম্পের জেরে সুলাওয়েসি আইল্যান্ডের দ্বীপ শহর পালু-তে ২ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ে। ভেঙে পড়ে হাজারেরও বেশি ঘর-বাড়ি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন মানুষজন।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র এস পি নুগ্রহ জানিয়েছেন, ভয়াবহ ভূমিকম্প-সুনামির তাণ্ডবে অন্ততপক্ষে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে। বহুতল ভেঙে পড়ায় এবং সুনামির কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল দেহগুলি। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র এস পি নুগ্রহ আরও জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমিকম্প এবং সুনামির গ্রাসে হাজারেরও বেশি ঘর-বাড়ি ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে সেতু, পালু শহরের বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *