BRAKING NEWS

মূল্য বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় আমজনতা, আরও দামি পেট্রোল-ডিজেল

নয়াদিল্লি ও কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি এখন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| জ্বালানির দাম নিত্য দিনই ঊর্ধ্বমুখী| বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাড়ল জ্বালানির দাম| মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে শুক্রবার আরও দামি হল পেট্রোল-ডিজেল| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ২১ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২১ পয়সা বেড়ে শুক্রবার কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮৫.০৩ টাকা এবং ১৮ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৬.২৭ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৩.২২ টাকা প্রতি লিটার এবং ৭৪.৪২ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৯০.৫৭ টাকা প্রতি লিটার এবং ৭৯.০১ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের| দিন দিন পরিস্থিতি ক্রমশই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *