
মুম্বইয়ে পেট্রোলের দাম হয়েছে ৯০.৩৫ টাকা। ডিজেলের দাম ৭৮.৮২ টাকা। মহারাষ্ট্রের ৩২টি শহরে পেট্রলের দাম ৯০ টাকার উপরে৷ ইতিমধ্যে বেশ কয়েকটি পেট্রল পাম্পে নতুন মেশিন বা সফটওয়ার ইনস্টল করা হচ্ছে যাতে তিন অংকের দাম সেখানে দেখানো যায়৷ তেল বিশেষজ্ঞদের আশঙ্কা দীপাবলীর আগেই তিন অংকের ঘরে পৌঁছে যাবে পেট্রলের দাম৷ বাকি দুই মেট্রো শহর চেন্নাই ও কলকাতাতেও বেড়েছে জ্বালানি তেলের দাম। জ্বালানির দামবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে৷ বাস মালিকরা আবারও ভাড়া বাড়ানোর দাবি তুলছেন৷ আর জ্বালানিকে পণ্য পরিষেবা করের আওতায় আনার দাবি জানাচ্ছেন বিরোধীরা৷ কিন্তু এখনও অবধি সরকার সেই বিষয়ে কোনও ইতিবাচক ঘোষণা করেনি৷