চেন্নাই ও নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (হি.স.): নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা-‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করার জন্যই এই মনোনয়ন। নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলাসাই সৌন্দারাজন। একটি প্রেস বিবৃতিতে তামিলনাড়ু রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। স্বাস্থ্যবিমা প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা- ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সূচনা করার জন্যই এই মনোনয়ন।
এই বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, গত রবিবারই এই প্রকল্পটির সূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের সৌজন্যে মানুষের জীবন বদলে যাবে। আর তাই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মনোনীত করেছেন তামিলনাড়ুর বিজেপি সভানেত্রী তামিলাসাই সৌন্দারাজন।
প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কারের জন্য নাম মনোনয়নের শেষ দিন ২০১৯ সালের ৩১ জানুয়ারি। প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে পরের বছরের নোবেল পুরস্কারের মনোনয়ন শুরু হয়ে যায়। সৌন্দরাজনের আশা বহু মানুষও নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রধানমন্ত্রীর নাম মনোনয়ন করবেন।