নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির সাতটি আসনই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতবে বিজেপি। রবিবার রামলীলা ময়দানে ‘পূর্বাঞ্চল মহাকুম্ভ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন বিজেপির সর্বভারতীয় অমিত শাহ।
এদিন অমিত শাহ বলেন, আমি রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আগামী নির্বাচনে বিজেপি সাতটি আসনেই জয়লাভ করবে। স্বাধীনতার পর কংগ্রেস পূর্বাঞ্চলবাসীদের প্রতি অবিচাক করেছে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, আজকের সভায় বিপুল জন সমাগম থেকে এটা প্রমাণিত যে দিল্লিবাসী কেজরিওয়ালের প্রতি খুশি নয়। কেজরিওয়াল শুধুমাত্র একটি মতাদর্শে বিশ্বাসী আর তা হল চিৎকার করে জনসক্ষে বারবার অসত্য কথা বলা। মহাজোটের ইস্যুতে বিরোধিদের কটাক্ষ করে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীকে কি করে গদিচ্যূত করা যায় সেটাই হচ্ছে মহাজোটের লক্ষ্য। অন্যদিকে দারিদ্রতা, ক্ষুধা, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। বিজেপি ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাস করে না। দলের উর্দ্ধে আমরা দেশকে রাখি।