BRAKING NEWS

গন্ডাছড়ায় ম্যালেরিয়ায় মৃত্যু শিশুর, বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ছয় বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে৷ মৃত শিশুটির মা, বাবা, ভাই এবং বোনও ম্যালেরিয়ায় আক্রান্ত৷ ঘটনা গন্ডাছড়ার এডিসি ভিলেজের নবোজয় পাড়ায়৷ মৃত শিশুকন্যার নাম বন্ধনা ত্রিপুরা৷

সংবাদে প্রকাশ, নবোদয় পাড়ার সৌমিন্দ্র ত্রিপুরার মেয়ে বন্ধনা কয়েকদিন আগে ম্যালেরিয়ায় আক্রান্ত হন৷ রবিবার তার মৃত্যু হয়েছে৷ মৃতার বাবা সৌমিন্দ্র ত্রিপুরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিল তাঁর মেয়ে৷ টাকার অভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ রবিবার দুপুরে মায়ের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বন্ধনা ত্রিপুরা৷

সৌমিন্দ্রর দুই ছেলে জীবন কুমার ত্রিপুরা (৮) এবং পথজয় ত্রিপুরা (১০)-কে রবিবার দুপুরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে হাসপাতালে ভর্তি রাখেন৷ শুধু দুই ছেলেই নয় সৌমিন্দ্র ত্রিপুরার মেয়ে জনিকা রাণী ত্রিপুরা (১৭) এবং স্ত্রী মালতি ত্রিপুরা (৩৫) ম্যালেরিয়ায় আক্রান্ত৷ তাদের বাড়ি গন্ডাছড়া মহকুমা হাসপাতাল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে৷ জানা গিয়েছে, নবোদয় পাড়ায় আরো কিছু লোক ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন৷ মহকুমা প্রশাসন ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের বিষয়ে অবগত রয়েছে বলে জানা গিয়েছে৷ বর্তমানে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে তের জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন৷ তাদের মধ্যে ছয়টি শিশু, একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছে৷ গতকাল এগারজন ভর্তি হয়েছিলেন৷ একজনকে রবিবার সকালে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, মহকুমার স্বাস্থ্য আধিকারীক রবিবার সৌমিন্দ্র ত্রিপুরার বাড়িতে ছুটে গিয়েছেন বন্ধনা ত্রিপুরার মৃত্যুর খবর পেয়ে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *