আমরেলি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : রাফাল নিয়ে ক্রমাগত কংগ্রেসের রাজনৈতিক আক্রমণের বিরুদ্ধে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার গুজরাট সফররত স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রমাণ ছাড়া সরকারের বিরুদ্ধে এমন ধরণের মন্তব্য করাটা ঠিক নয়।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাফাল চুক্তি নিয়ে ইতিমধ্যেই প্রশাসন বিবৃতি দিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট প্রকাশ্যে আসলে সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে।
অন্যদিকে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য নাম না করে কংগ্রেসকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য চারবার ভেবে দেখা উচিত ছিল। প্রমাণ ছাড়া এমন ধরণের অভিযোগ আনাটা ঠিক নয়। যে রিপোর্টে দাবি করা হচ্ছে প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট এমন ধরণের মন্তব্য করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ১১টি সমবায় গোষ্ঠী সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে ছিলেন, ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতীয়ের যাতে নিজেদের বাসস্থান হয় সেটাই আমাদের প্রধান লক্ষ্য।
উল্লেখনীয়, ১৯ শের লোকসভা নির্বাচনের আগে রাফাল ইস্যুকে ভর করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে ক্রমাগত তোপ দেগে চলেছে বিজেপি। সম্প্রতি প্রাক্তন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দের রাফাল চুক্তি সম্পর্কে জানিয়েছেন যে অনিল আম্বানির কোম্পানির নাম জোর করে চুক্তিকে যুক্ত করেছিল ভারত। আর ফরাসি প্রেসিডেন্টের এই মন্তব্যকে হাতিয়ার করেই প্রধানমন্ত্রী তথা বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস।