BRAKING NEWS

রাফাল নিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন প্রতিরক্ষামন্ত্রী : মনীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): রাফাল নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তরজা অব্যাহত। নিন্দায় সরব কংগ্রেস। রাফাল নিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন প্রতিরক্ষামন্ত্রী বলে অভিযোগ করলেন কংগ্রেস মুখোপাত্র মনীশ তিওয়ারি। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ জানিয়েছিলেন, রাফাল তৈরি করার মতো পরিকাঠামো হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটিড (হ্যাল)-এর নেই। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এমন ধরণের মন্তব্য করার জন্য প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। এবার সেই একই ইস্যুতে সরব হলেন কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি। তিনি জানিয়েছেন, এমন ধরণের মন্তব্য করে প্রতিরক্ষামন্ত্রী দেশকে ভুল পথে চালিত করছেন। অবিলম্বে প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন ১২৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য তৎকালীন ইউপিএ সরকার যে চুক্তিটি করেছিল তা বাতিল করা হয়েছিল কারণ ভারতে ১০৮টি রাফাল যুদ্ধবিমানের তৈরি করার কোনও প্রস্তাব চুক্তিটিতে ছিল না। যদিও হ্যালের প্রাক্তন কর্তা টি এস বালু জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সঠিক কথা বলেননি। হ্যালের সঙ্গে ডাসসলট কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছিল তার নথি সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন এখানে দুই কোম্পানির মধ্যে চুক্তি হওয়ার পরেও কেনও হ্যালকে বাদ দেওয়া হল। এর থেকেই স্পষ্ট প্রতিরক্ষামন্ত্রী অসত্য কথা বলছেন। অবিলম্বে তার পদত্যাগ আমরা দাবি করছি।’ মনীশ তিওয়ারি আরও বলেন, অবিলম্বে আমরা প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি বড় ধরণের দুর্নীতি রয়েছে এই চুক্তিতে তার জন্য আমরা যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে গোটা ব্যবপারটার তদন্তের দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *