নয়াদিল্লি ও কলকাতা, ২০ সেপ্টেম্বর (হি.স.): লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| মাঝে শুধুমাত্র ১৯ সেপ্টেম্বর পেট্রোপণ্যের দাম বাড়েনি, ২০ সেপ্টেম্বর ফের দামি হল পেট্রোল| তবে, এদিন ডিজেলের দাম বাড়েনি| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, বৃহস্পতিবার লিটার প্রতি ৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| লিটারে ৬ পয়সা বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন ৮৪.০৭ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য রাজ্যেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮২.২২ টাকা প্রতি লিটার এবং ৭৩.৮৭ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৯.৬০ টাকা প্রতি লিটার এবং ৭৮.৪২ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| সাধারণ মানুষদের কথায়, ‘লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম| এভাবে কতদিন জীবন অতিবাহিত করবো আমরা|’ বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে|