নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস কখনই জাতীয় নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এমনই জানাল নির্বাচন কমিশন।
মধ্যপ্রদেশ এবং রাজ্যস্থানে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে বর্ষীয়ান কংগ্রেস নেতা কমল নাথ। এর প্রত্যুত্তরে সুপ্রিম কোর্টকে জাতীয় নির্বাচন কমিশন জানায় কংগ্রেস কখনই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করতে পারে না।
১০১ পাতার হলফনামায় সুপ্রিম কোর্টে জাতীয় নির্বাচন কমিশন জানায়, নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। তাই কোনও ভাবে কেউ এই সংস্থাকে বাইরে থেকে নির্দেশ দিতে পারে না। পিটিশনাররা নির্দিষ্ট কোনও কারণ দেখাতে পারেনি। তাই এই পিটিশন বাতিল করা হোক।
এর আগের শুনানিতে পিটিশনার কমল নাথের হয়ে আইনজীবী অভিষেক মণু সিঙ্ঘভি বলেন, মধ্যপ্রদেশে বিপুল সংখ্যক নকল ভোটার কার্ড মধ্যপ্রদেশের নির্বাচনী তালিকায় যোগ করা হচ্ছে। গোটা মধ্যপ্রদেশজুড়ে ৬০লক্ষ নকল ভোটার কার্ড রয়েছে। তাই সুপ্রিম কোর্টের উচিত বিষয়টি নিয়ে কোনও নির্দেশিকা জারি করা। ১০ আগস্ট পিটিশন জারি করা হয়। পিটিশনে ইভিএম এবং ভিভিপ্যাট যন্ত্রগুলি খতিয়ে দেখার জন্যও বলা হয়।