নয়াদিল্লি ও কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বীতশ্রদ্ধ দেশবাসীর মুখে এখন একটাই প্রশ্ন, ‘সুদিন আসবে কবে? সরকার যে কি করছে, তা বোঝাই মুশকিল।’ কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষুব্ধ দেশবাসীর এখন একটাই দাবি, ‘যত শীঘ্রই সম্ভব পেট্রোল-ডিজেলের দাম কমানো হোক।’ এই পরিস্থিতিতে শুক্রবার ফের বাড়ল জ্বালানির দাম। কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে|পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, শুক্রবার ২৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ২৭ পয়সা বৃদ্ধির পর শুক্রবার সকাল থেকে কলকাতায় লিটারপ্রতি পেট্রোল বিকোচ্ছে ৮৩.১৪ টাকায় এবং ২২ পয়সা বেড়ে ডিজেলের দাম বেড়ে হল ৭৫.১৫ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য মেট্রো শহরেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮১.২৮ টাকা প্রতি লিটার এবং ৭৩.৩০ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৮৮.৬৭ টাকা প্রতি লিটার এবং ৭৭.৮২ টাকা প্রতি লিটার|পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের| কার্যত বীতশ্রদ্ধ হয়ে উঠেছে সাধারণ মানুষ। শুক্রবার সকালে দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষকে বলতে শোনা গিয়েছে, ‘সুদিন কবে আসবে?’