BRAKING NEWS

ফের ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-এনসিআর, কম্পাঙ্ক ৩.৬

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): বিগত ২৪ ঘন্টার মধ্যে আবারও ভূকম্পন| ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ গোটা ন্যাশনাল ক্যাপিটল রিজিওন (এনসিআর)| আবারও ভূমিকম্পের উত্সস্থল হরিয়ানার ঝাঝর| আইএমডি দিল্লি-র তরফে জানানো হয়েছে, সোমবার সকাল ৬.২৮ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় দিল্লি এনসিআর-এ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৬| মৃদু ভূকম্পনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভূমিকম্পের উত্সস্থল ছিল হরিয়ানার ঝাঝর-এ, লাদরাওয়ান থেকে ৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, সোমবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তর প্রদেশের মেরঠ-এর খারখাউদা থেকে ৬ কিলোমিটার দূরে| দিল্লিবাসীর মনে আতঙ্ক জাগিয়ে রবিবার দুপুরেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি| রবিবার অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হরিয়ানার ঝাঝরে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW