
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অবশ্য জানিয়েছে, সোমবার সকালে অনুভূত হওয়া ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তর প্রদেশের মেরঠ-এর খারখাউদা থেকে ৬ কিলোমিটার দূরে| দিল্লিবাসীর মনে আতঙ্ক জাগিয়ে রবিবার দুপুরেই মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লি| রবিবার অনুভূত হওয়া ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল হরিয়ানার ঝাঝরে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৮|