
নেপাল পুলিশের তরফে আরও জানানো হয়েছে, ঘন জঙ্গলের মাঝে সত্যবতী এলাকায় শেষবারের জন্য দেখা গিয়েছিল চপারটিকে| নেপাল সিভিল এভিয়েশনের তরফে জানানো হয়েছে, যেই স্থানে চপারটি ভেঙে পড়েছে, তা ৫৫০০ অ্যালটিটিউড ফুটে| চপারে থাকা ৭ জনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে|
Designed using Magazine News Byte. Powered by WordPress.