টোকিও, ৮ সেপ্টেম্বর (হি.স.): তীব্র ভূমিকম্প ও ভূমিধসে মৃত্যু মিছিল অব্যাহত। জাপানের উত্তরাঞ্চলীয় আইল্যান্ড হোক্কাইডোরে ৬.৭ তীব্রতার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হল ২০। প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে। কারণ, ভূমিকম্পের পর কেটে গিয়েছে বহু সময়, অথচ এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। জাপান প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৬.৭ তীব্রতার ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। বুলডোজারের সাহায্যে চলছে উদ্ধারকাজ, সন্ধান চালাচ্ছে স্নিফার ডগ।
স্থানীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোররাত ৩.০৮ মিনিট নাগাদ ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তরাঞ্চলীয় আইল্যান্ড হোক্কাইডোর। ভূমিকম্পের তীব্রতায় মাটিতে ধস নামে, কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। আতঙ্কে দিশেহারা হয়ে পড়েন মানুষজন। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসন সূত্রের খবর, শক্তিশালী ভূমিকম্পে এযাবৎ ২০ জনের মৃত্যু হয়েছে। জোর তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও নিখোঁজ প্রায় ২০ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে অন্ততপক্ষে ৩০০ জনের। আপাতত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।