জয়পুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জয়পুরের স্বামীর বিরুদ্ধে গণধর্ষণ ও জোড় করে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ আনলেন স্ত্রী। জয়পুরের মালভ্য নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। স্বামী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। প্রতারণা, গণধর্ষণ, অস্বাভাবিক যৌনতা সহ একাধিক ধারায় মামলা হয়েছে। মহিলাকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। শনিবার অভিযোগকারিণী মহিলার মেডিক্যাল টেস্টের পর তাঁর বয়ান রেকর্ড করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থান পুলিশ সূত্রে খবর, জয়পুরের বাসিন্দা বছর ২৪-এর ওই মহিলার সঙ্গে ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে ইশান্ত নামের এক যুবকের পরিচয় হয়। এরপর এগোয় সম্পর্ক। পরে তিনি জানতে পারেন যে, ওই যুবকের নাম আসলে ইশান্ত নয়। ওই যুবক আদতে মুসলিম। মহিলা সরে আসতে চাইলে ওই যুবক তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।চাপের মুখে ওই যুবকের সঙ্গে বিয়ে করতে বাধ্য হন ওই মহিলা। ২০১৭-র ২৩ জানুয়ারি তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। এমনকী তাঁকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। বিয়ে থেকে সরে যেতে চাইলে, তাঁর মা ও ভাইকে খুনের হুমকিও দিত ওই যুবক। মহিলাকে আরও হুমকি দেওয়া হয় যে, তাঁর বোনকেও ইসলামে ধর্মান্তরিত করিয়ে তাঁর স্বামীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। বোনের ব্যাপারে হুমকি দেওয়ার পরই, পুলিশকে অভিযোগ জানাতে বাধ্য হন ওই মহিলা।