BRAKING NEWS

ভারী বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি উত্তর প্রদেশে, কানপুর জলস্তর বাড়ছে গঙ্গা নদীর

লখনউ, ৫ সেপ্টেম্বর (হি.স.): আবারও ভারী বৃষ্টির অশনি সঙ্কেত উত্তর ভারতের রাজ্য উত্তর প্রদেশে| ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়| ভারী বৃষ্টির আশঙ্কায় ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে প্রশাসনকে| উত্তর প্রদেশ আবহাওয়া দফতর-এর পূর্বাভাস অনুযায়ী, ৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর প্রদেশের বিভিন্ন জেলায়|প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ইতিমধ্যেই সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সতর্ক থাকার জন্য অবগত করেছেন উত্তর প্রদেশের রিলিফ কমিশনার সঞ্জয় কুমার|

পাশাপাশি নাগাড়ে বৃষ্টিপাতের জেরে উত্তর প্রদেশের কানপুরে জলস্তর বাড়তে শুরু করেছে গঙ্গা নদীর| সমস্ত গঙ্গা ঘাট এবং সংলগ্ন এলাকায় উপছে পড়ছে গঙ্গার জল| ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৫-টিরও বেশি গ্রাম| বন্যা-ত্রাণ অফিসার জানিয়েছেন, ‘গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে| এই মুহূর্তে বিপদসীমা থেকে ৫০-৬০ সেন্টিমিটার নীচে রয়েছে গঙ্গা নদীর জলস্তর|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *