
রবিবার মধ্যরাতে কিছু পরে কাঠের ভেন্টিলেটর দিয়ে দড়ির সাহায্যে নিজাম মিউজিয়ামের ভিতরে ঢোকে চোরের দল| এরপর মিউজিয়ামের ভিতর থেকে একটি সোনার টিফিন বাক্স, সোনার চায়ের কাপ এবং সোনার চামচ-সহ বহু মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা| সোমবার সকাল ন’টা নাগাদ মিউজিয়ামের দরজা খুলতেই চুরির ঘটনা প্রকাশ্যে আসে| হায়দরাবাদের পুলিশ কমিশনার অঞ্জনি কুমার ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন| দুষ্কৃতীদের পাকড়াও করতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে| তদন্তকারীদের অনুমান, নিজাম মিউজিয়াম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল চোরের দল| মামলা রুজু করে দুঃসাহসিক এই চুরির ঘটনার তদন্ত শুরু করেছে হায়দরাবাদের মীর চক থানার পুলিশ|