BRAKING NEWS

যোধপুরের কাছে মাটিতে আছড়ে পড়ল মিগ ২৭ যুদ্ধ বিমান, তদন্তের নির্দেশ বায়ুসেনার

যোধপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.): রাজস্থানের যোধপুরের কাছে মাটিতে আছড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি মিগ ২৭ এয়ারক্রাফ্ট| এয়ারক্রাফ্ট দুর্ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| মিগ ২৭ এয়ারক্রাফ্টটি মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা| প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ জানিয়েছেন, রুটিন মিশন চলাকালীন, মঙ্গলবার সকালে রাজস্থানের যোধপুরের কাছে বানাদ এলাকায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান| অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন পাইলট, এয়ারক্রাফ্টটি মাটিতে আছড়ে পড়ার আগেই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট| কি কারণে ভেঙে পড়ল মিগ ২৭ এয়ারক্রাফ্টটি, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা|
যোধপুরের ডেপুটি কমিশনার অমণদীপ সিং জানিয়েছেন, মঙ্গলবার সকালে যোধপুরের কাছে বানাদ এলাকায় ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ ২৭ যুদ্ধবিমান| ফাঁকা মাঠে এয়ারক্রাফ্টটি আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় খবর দেওয়া হয় প্রশাসনকে| দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন| যোধপুরের ডেপুটি কমিশনার অমণদীপ সিং আরও জানিয়েছেন, এই ঘটনায় প্রাণহানির কোনও খবর নেই| প্রসঙ্গত, ভূমিতে আক্রমণ করতে সক্ষম মিগ ২৭ এয়ারক্রাফ্ট ৮০-র দশকের শুরুর দিকে কিনেছিল ভারত|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *