BRAKING NEWS

অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ : সেনাপ্রধান বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): মেজর লিতুন গগৈ বিরুদ্ধে চারিত্রিক অবক্ষয় এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি পাবে মেজর গগৈ, এমনই মন্তব্য দাবি করেছেন সেনাপ্রধান। এদিন সেনাপ্রধান বলেন, যে কোনও চারিত্রিক অধঃপতন এবং দুর্নীতির কেসগুলি কঠোর ভাবে বিচার করা হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে কোর্ট অফ ইনকোয়েরি গঠন করা হয়েছিল। তারা কোর্ট মার্শাল প্রক্রিয়া চালানোর জন্য সুপারিশ করেছে। অপরাধ প্রমাণিত হলে শাস্তি পাবে মেজর গগৈ। যদি তার বিরুদ্ধে চারিত্রিক অবক্ষয়ের দোষ সাব্যস্ত হয় তবে আইনি ধারায় অনুযায়ী শাস্তি হবে। এছাড়াও তার বিরুদ্ধে যদি অন্য অভিযোগ প্রমাণিত হয় তবে তার জন্যও তার শাস্তি হবে।
উল্লেখনীয় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে মেজর গগৈয়ের বিরুদ্ধে কোর্ট অফ ইনকোয়েরি গঠন করা হয়। শ্রীনগর হোটেল ঝগড়া কাণ্ডে তার বিরুদ্ধে কেস দায়ের করা হয়। সেনাপ্রধান বিপিন রাওয়াত দাবি করেছেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে মেজর গগৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *