BRAKING NEWS

বর্ষায় দেশজুড়ে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি মানুষের মৃত্যু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (হি.স.) : এবছর বর্ষায় দেশজুড়ে এখনও পর্যন্ত ১৪০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন৷ জখম অন্ততপক্ষে ৩৮৬ জন, নিখোঁজ ৪৩ জন৷ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে৷ সাম্প্রতিক বন্যায় দেশের মধ্যে সবথেকে বেশি মানুষের প্রাণহানি হয়েছে কেরলেই৷ সংখ্যাটা ৪৮৮৷ গৃহহীন ১৪ লক্ষ ৫২ হাজার৷ এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷

মন্ত্রকের ন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার(এনইআরসি) দেশের ১০টি রাজ্যের বন্যার ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরে৷ রিপোর্ট অনুযায়ী, প্রাণহানির নিরিখে কেরলের পরেই আছে উত্তরপ্রদেশ৷ সেখানে বন্যা, বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাতের জেরে মৃত্যু হয়েছে ২৫৪ জনের৷ পশ্চিমবঙ্গ থেকে মারা গিয়েছে ২১০ জন৷ কর্ণাটক ও মহারাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগের বলি যথাক্রমে ১৭০ জন ও ১৩৯ জন৷ এছাড়া গুজরাত ৫২ জন, অসমে ৫০, উত্তরাখণ্ডে ৩৭, ওড়িশায় ২৯ ও নাগাল্যান্ডে ১১ জন বন্যা ও ধসের জেরে মারা গিয়েছে৷

বন্যার জেরে এই দশটি রাজ্যে নিখোঁজ ৪৩ জন৷ এদের মধ্যে কেরলেই খোঁজ নেই ১৫ জনের৷ উত্তরপ্রদেশে ১৪ জন, পশ্চিমবঙ্গে ৫ জন,উত্তরাখাণ্ড ৬ জন এবং কণার্টকে ৩ জন নিখোঁজ৷ বৃষ্টি ও বন্যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির মুখে রাজ্যগুলি৷ বেশিরভাগ জেলা প্লাবিত৷ চাষের জমি জলের তলায়৷ নদীর চেহারা নেয় রাস্তাগুলি৷ ভেঙে পড়ে পরিকাঠামো ব্যবস্থা৷

রিপোর্টে বলা হয়েছে প্রবল বৃষ্টিতে প্লাবিত ওড়িশার ৩০টি জেলা৷ মহারাষ্ট্রে জলের তলায় চলে যায় ২৬টি জেলা৷ উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ২৩টি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়৷ অসমের ২৫টি জেলা প্লাবিত হয়৷ কেরলের অবস্থা এতটাই সঙ্গিন হয় সেখানকার ১৪টি জেলাতেই লাল সতর্কতা জারি করতে হয় প্রশাসনকে৷ অসমে ২৭ হাজার ৯৬৪ হেক্টর চাষের জমি জলের তলায় চলে যায়৷ পশ্চিমবঙ্গে ৪৮ হাজার ৫৫২ হেক্টর জমির ফসল নষ্ট হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *