
শনিবার এই প্রকল্পের উদ্বোধন করে কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে যেসব বড়লোকেদের ঋণ নেওয়ার প্রয়োজন পড়ত তখন তারা ‘নামদার’দের ফোন করে ব্যাঙ্ক ঋণ থেকে নিত। প্রধানমন্ত্রী আস্বস্ত করে বলেন, ২০১৪ সালে যে ১২ জন বৃহদ ঋণ খেলাপিদের ঋণ দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি নিশ্চিত করে বলতে চাই এদের কাউকে আমাদের সরকার ঋণ দেয়নি। জিডিপি-তে ভারতের সূচক বৃদ্ধির সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, একদিকে ভারতীয় ক্রীড়াবিদরা যখন নিজের সেরাটা এশিয়াডে উজাড় করে দিচ্ছে তখন অন্যদিকে গতকাল প্রকাশিত জিডিপি সূচক থেকে আমাদের দেশ পদক অর্জন করেছে। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে আমরা বুঝতে পারলাম দেশের অর্থনীতিকে কংগ্রেস ল্যান্ড মাইনের উপর বসিয়ে রেখে গিয়েছে।
পাশাপাশি ঋণ খেলাপিদের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, যারা মনে করছেন নামদার পরিবারের দয়ায় তারা লক্ষ, কোটি টাকা চিরকাল ওদের কাছে থাকবে। তারা যদি মনে করেন শুধু তাদের ইনকামিনিং থাকবে তবে ভুল ভাবছেন | এখন ওনাদের খাতা থেকে আউট গোয়িংও শুরু হবে।
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন আসবে দেশে। এর আগে জনধন যোজনার মাধ্যমে কয়েক কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল। পুরনো সিস্টেমগুলিকে সংস্কার করছে বর্তমান সরকার। পরিবর্তনশীল করে যাওয়ার জন্য কাজ করে চলেছি আমরা। আমাদের প্রিয় চিঠি জায়গায় চলে এসেছে ই-মেল। যে প্রযুক্তি পোস্ট অফিসে অস্তিত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। সেই প্রযুক্তিকে আমরা সুযোগ হিসেবে ব্যবহার করছি।
গোটা দেশজুড়ে দেড় লক্ষ পোস্ট অফিস রয়েছে। প্রায় ৩মিলিয়ন পোস্টম্যান প্রতিনিয়ত কাজ করে চলেছে। পোস্টম্যান এবং গ্রামীণ ডাকসেবকদের কাজকে সংস্কার করা হচ্ছে। তাদের হাতে তুলে দেওয়া হবে স্মার্ট ফোন। যার মাধ্যমে তারা প্রতিটি নাগরিকের বাড়ির দোরগোড়ায় পৌঁছিয়ে যাবে। এদিন ৬৫০টি ব্রাঞ্চে এর কাজ আজ থেকে শুরু হয়েছে। ৩২৫০ অ্যাক্সেস পোয়েন্ট এটি কাজ করবে। সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, মানি ট্রান্সফার সহ একাধিক পরিষেবায় এই আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে যুক্ত করা হয়েছে মাইক্র এটিএম, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ, আইভিআর পরিষেবাও যুক্ত করা হব । এর জন্য কাজ করবে ৪০,০০০ পোস্টম্যান এবং ২.৬০ লক্ষ গ্রামসেবক। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে এই প্রকল্পের জন্য অনুমোদন করেছে ১৪৩৫ কোটি টাকা।