জয়পুর, ২ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের দৌসা জেলার বেপরোয়া গতির বলি একই পরিবারের চার। রবিবার সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রাকে ধাক্কা মারে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিন, দৌসা জেলায় মাহুয়ায় বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি ট্রাকে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়ির মধ্যে থাকা ভগবাণ সহায়(৫৬), তাঁর স্ত্রী চন্দ্রলেখা (৫০) ছেলে দীপক (৩৫), নাতি লক্ষ্য (১০) মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারবছর বয়সী নাতনি দীপাকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়। কি কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ তরফ থেকে জানানো হয়েছে, মাহুয়া থেকে জয়পুরের দিকে বেপরোয়া ভাবে যাচ্ছিল গাড়িটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। তারপর উল্টোদিক আসা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।