বারাণসী, ২ সেপ্টেম্বর (হি.স.) : বিলাসবহুল জলযানে করে এবার বারাণসী ঘাটে অনুপম শোভা উপভোগ করতে পারবেন তীর্থযাত্রীরা। সেই উপক্ষ্যে ‘অলকানন্দা-কাশী ক্রস’ জলযান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ প্রকল্পের অধীনে এই নৌবিহার পরিষেবার উদ্বোধন করা হয়।
এই ‘অলকানন্দা-কাশী ক্রস’ নৌবিহার পরিষেবার প্রত্যেকটি জলযান শীতাতপ নিয়ন্ত্রণিত। বিলাসবহুল শ্রেণীর এই জলযানগুলি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই জলযানে সফররত তীর্থযাত্রী এবং বিদেশি পর্যটক বারাণসী ঘাটের অনিন্দ্য সুন্দর সৌন্দর্য দেখতে পারবে। এদিন এই পরিষেবার উদ্বোধনের আগে খিরখিয়া ঘাটে বিশেষ পূজার পাঠের ব্যবস্থা করা হয়। তারপর ফিতে কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরওয়ের এক কোম্পানি এই বিলাসবহুল জলযানগুলিকে তৈরি করেছে। এই জলযান ১২ কিলোমিটার জলপথ দুই ঘন্টা মধ্যে অতিক্রম করতে পারবে। এর জন্য প্রত্যেক যাত্রীকে দিতে ৭৫০ টাকা। জিএসটির খরচ আলাদা। কলকাতা থেকে জলপথে প্রায় ৭৫৫ ন্যাটিক্যাল মাইল পথ অতিক্রম করে এই জলযানগুলি উত্তরপ্রদশে নিয়ে আনা হয়েছে।