নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ সপ্তম বেতন কমিশন লাগু করতে ভার্মা কমিটির মেয়াদ দুমাস নয়, অন্তত তিন মাস বাড়তে চলেছে৷ শুক্রবার ভার্মা কমিটির মেয়াদ সমাপ্ত হয়েছে৷ সূত্রের খবর, ভার্মা কমিটির মেয়াদ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে অর্থ দপ্তর৷ কিন্তু, কতদিন মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন তা স্থির করতে পারছে না রাজ্য সরকার৷ সূত্রের দাবি, মন্ত্রিগোষ্ঠীর যুক্তি ভিত্তিতে আরোও তিন মাস বাড়তে পারে ওই কমিটির মেয়াদ৷ ফলে, দুর্গোৎসবের আগে সপ্তম বেতন কমিশনের সুবিধা পাচ্ছেন না রাজ্যের শিক্ষক, কর্মচারী ও পেনশনার্সরা৷
গত ১৯ মার্চ ভার্মা কমিটির বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ এই কমিটির মেয়াদ ছিল ৯০ দিন৷ কিন্তু, ৯০ দিনের ভেতরে কমিটি রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করতে পারেনি৷ তাই, একদফায় ৩১ আগস্ট পর্যন্ত কমিটির মেয়াদ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার৷ কিন্তু, এই সময়ের মধ্যেও ভার্মা কমিটি রাজ্য সরকারের কাছে সপ্তম বেতন কমিশন নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ হয়েছে৷ ফলে, পুনরায় মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ প্রশাসনিক আধিকারিকরা ভার্মা কমিটির মেয়াদ আরোও দুই মাস বৃদ্ধির প্রস্তাব রেখেছে রাজ্য সরকারের কাছে৷ কিন্তু, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য তাতে আপত্তি জানিয়েছেন৷ সূত্রের খবর, মন্ত্রিসভার একাধিক সদস্যরা বারবার মেয়াদ বৃদ্ধির বিরোধীতা করেছেন৷ তাঁদের পরামর্শ, দুই মাসের বদলে যতটা সময় প্রয়োজন ততটা একেবারেই বৃদ্ধি করা হোক৷ প্রয়োজনে এখনই একসাথে ভার্মা কমিটির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হোক৷ সূত্রের খবর, প্রশাসনিক আধিকারীকরা মনে করছেন মাস দুয়েক কিংবা তার কিছু বেশি সময়ের মধ্যেই ভার্মা কমিটির কাজ সমাপ্ত হবে৷ তাই, একসাথে তিনমাস মেয়াদ বৃদ্ধির এখনই প্রয়োজন নেই৷ প্রশাসনিক আধিকারিকরা এও মনে করছেন, দুই মাসের মধ্যেই ভার্মা কমিটির কাজ সমাপ্ত করে ফেলবে৷ ফলে, মেয়াদ বৃদ্ধির পরিধি নিয়ে অর্থ দপ্তর সিদ্ধান্ত নিতে পারছে না৷ সূত্রের খবর শনিবার ভার্মা কমিটির মেয়াদ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করবে অর্থ দপ্তর৷ ধারনা করা হচ্ছে, মন্ত্রিসভার সদস্যদের যুক্তি মেনেই ভার্মা কমিটির মেয়াদ তিনমাস বৃদ্ধি করা হবে৷
কিন্তু, রাজ্যের শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন লাগু নিয়ে বিলম্ব সহজভাবে নিচ্ছেন না৷ ইতিমধ্যেই সরকার বিরোধী মনোভাবাপন্ন শিক্ষক, কর্মচারী এবং পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় চরম অসন্তুষ্ট৷ আদৌ সহসা সপ্তম বেতন কমিশন লাগু হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন তাঁরা৷ তবে, রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন দেবেই বলে স্থির করে রেখেছে৷ কিন্তু, এই বিলম্বের প্রকৃত কারণ জানাতে চাইছেনা৷ সমালোচকদের মতে, অর্থের সংস্থান হয়নি তাই সপ্তম বেতন কমিশন লাগু করতে পারছে না রাজ্য সরকার৷