BRAKING NEWS

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, সর্বত্রই শুধু জল আর জল

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): ভারী ও নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি| সর্বত্রই শুধু জল আর জল| শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের জেরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জমে গিয়েছে জল| কোথাও হাঁটু পর্যন্ত জল জমে গিয়েছে, কোথাও আবার কোমর পর্যন্ত জল| গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন| আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার সকাল থেকে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হয় রাজধানী সর্বত্র| বৃষ্টিপাত চলবে দিনভর|
নাগাড়ে বৃষ্টিপাতের কারণে দিল্লির আর কে পুরম, মোতি বাগ, মান্ডি হাউস, লক্ষ্মীনগর প্রভৃতি এলাকা জলের তলায়| জল জমে গিয়েছে কেন্দ্রীয় সচিবালয় এলাকাতেও, রেল ভবনের সামনের রাস্তায় হাঁটু পর্যন্ত জল| প্রবল বর্ষণের জেরে রাস্তায় জল জমে যাওয়ায় দিল্লির আইটিও-র কাছে যান চলাচল বিপর্যস্ত হয়েছে| এছাড়াও যমুনা বাজার এলাকায় হনুমান মন্দিরের সন্নিকটে রিং রোডে জলের মধ্যে আটকে পড়ে যাত্রীবোঝাই একটি বাস| ওই বাস থেকে অন্ততপক্ষে ৩০ জন যাত্রীকে নিরাপদেই বের করে আনা হয়| সবমিলিয়ে শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত রাজধানীর স্বাভাবিক জনজীবন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *