BRAKING NEWS

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

লন্ডন, ১ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় যাবজ্জীবন কারাদণ্ড হল এক বাংলাদেশি যুবকের। নাইমুর রহমান নামে ওই যুবককে সাজা ঘোষণা করল ব্রিটেনের আদালত। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ২১ বছর বয়সী ও বাংলাদেশি ব্রিটিশ যুবক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে তাঁর ডাউনিং স্ট্রিটের দফতরে হত্যার চক্রান্ত করেছিল। প্রথমে বিস্ফোরণ ঘটিয়ে সব কিছু লন্ডভন্ড করে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।
উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুরকে আগেই দোষী সাব্যস্ত করেছিল লন্ডনের ওল্ড বেইলে আদালত। শুক্রবার তাকে সাজা শোনান বিচারক। ব্রিটেনের আইন অনুসারে ৩০ বছর জেলে থাকতে হবে নাইমুরকে। ব্রিটেনের সন্ত্রাসবাদ বিরোধী দফতরের জাতীয় সমন্বয়ক ডিন হেইডন জানিয়েছেন, ‘নাইমুরের লক্ষ্য ছিলেন খোদ প্রধানমন্ত্রী। এমনকী তাঁকে হত্যা করতে দরকারে তাঁর দফতরের সামনে থাকা সাধারণ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল সে।’ ডিন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী হত্যা করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির পরিকল্পনাও ছিল তার।’ তদন্তকারীদের দাবি,’অনলাইনে আইএস জঙ্গির ভেক ধরে নাইমুর চিহ্নিত করেন তাঁরা। ব্রিটেনের এমআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের গোয়েন্দারা একযোগে নাইমুরের সামনে অনলাইনে নিজেদের আইএস জঙ্গি বলে দাবি করেন। এর পরই তাদের সঙ্গে হাত মিলিয়ে থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্র করা শুরু করে ওই যুবক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *