BRAKING NEWS

দক্ষিণ কাশ্মীরে পুলিশ কর্মীদের সাতজন আত্মীয় অপহৃত, জারি হাই অ্যালার্ট

শ্রীনগর, ৩১ আগস্ট (হি.স.): দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত পুলিশ কর্মীদের সাতজন আত্মীয়কে অপহরণ করল অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা| এই খবর প্রকাশ্যে আসতেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ কাশ্মীর জুড়ে| জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আরওয়ানি এলাকা থেকে এক পুলিশকর্মীর ছেলে জুবের আহমেদ ও এক পুলিশ কর্মীর ভাই আরিফ আহমেদকে অপহরণ করেছে বন্দুকবাজরা| এছাড়াও অপহরণ করা হয় কুলগামের খারপোরা এলাকার এক পুলিশ কর্মীর ছেলে ফাইজান আহমেদ, ইয়ারিপোরার এক পুলিশ কর্মীর ছেলে সুমার রাথের ও কাটাপোরার এক ডিএসপি-র ভাই গোহর আহমেদকে অপহরণ করেছে বন্দুকবাজরা| সকালে মিদোরা তাল এলাকা থেকে অপহরণ করা হয় আরও এক পুলিশ কর্মীর ছেলে নাসির আহমেদকে| এর আগে বুধবার পুলওয়ামা জেলার পিংলিশ থেকে অপহরণ করা হয় স্থানীয় পুলিশ কর্মী রফি আহমেদ রাখেবের ছেলে আসিফ আহমেদকে|
এই ঘটনার পরই গোটা দক্ষিণ কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে| শুরু করা হবে চিরুনি তল্লাশি| সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন নিরাপত্তা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা| শুক্রবার সকাল থেকেই অপহৃতদের সন্ধান চলছে| এ প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, ‘দক্ষিণ কাশ্মীরজুড়ে অপহরণের কয়েকটি ঘটনা ঘটেছে| যথা সময়ে, এই ঘটনা জনসমক্ষে আনা হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *