BRAKING NEWS

আবারও মহার্ঘ্য পেট্রোল-ডিজেল, দুঃশ্চিন্তায় মধ্যবিত্ত

নয়াদিল্লি ও কলকাতা, ৩০ আগস্ট (হি.স.): লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের মূল্য| এই নিয়ে টানা পাঁচদিন ক্রমশই বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য| বুধবারের তুলনায় বৃহস্পতিবার ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম| কমছে না, বরং দিন দিন পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়, বৃহস্পতিবার ১২ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| ঊর্ধ্বমুখী ডিজেলের দামও| ১২ পয়সা বেড়ে কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম এখন ৮১.২৩ টাকা এবং ১৮ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৭২.৭৮ টাকা|
শুধু কলকাতা নয়, একই অবস্থায় দেশের অন্যান্য রাজ্যেও| রাজধানী দিল্লিতে পেট্রোল-ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭৮.৩০ টাকা প্রতি লিটার এবং ৬৯.৯৩ টাকা প্রতি লিটার| পাশাপাশি বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের দাম বেড়ে হল, যথাক্রমে ৮৫.৭২ টাকা প্রতি লিটার এবং ৭৪.২৪ টাকা প্রতি লিটার| পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বাড়তে থাকায় মাথায় মধ্যবিত্তের| সাধারণ মানুষদের কথায়, ‘লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম| এভাবে কতদিন জীবন অতিবাহিত করবো আমরা|’ বাড়ছে তো বাড়ছেই| পেট্রোল-ডিজেলের দাম ক্রমশই আকাশছোঁয়া| এই মূল্যবৃদ্ধিতে আম জনতার চোখে জল| জ্বালানির দাম বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে নিত্যপ্রণ্যে| পেট্রোল-ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আরও চড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম| টান পড়েছে মধ্যবিত্তের পকেটে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *