BRAKING NEWS

রাফাল চুক্তি নিয়ে ফরেনসিক অডিটের দাবি করলেন, যশবন্ত সিংহা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (হি.স.) : রাফাল চুক্তি নিয়ে ফরেনসিক অডিটের দাবি তুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। যৌথ সংসদীয় কমিটির তদন্ত ফলপ্রসূ হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার যশবন্ত সিনহা বলেন, রাফাল চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁর নিজেরই ‘মেক ইন ইন্ডিয়া’-কে নিছক স্লোগানে পরিণত করেছেন। যৌথ সংসদীয় কমিটি এর তদন্ত ভাল ভাবে করতে পারবে না। কারণ এর মাথায় থাকে শাসক দলের প্রতিনিধিরা। রাফাল চুক্তির তদন্তের জন্য ফরেনসিক অডিট হওয়া দরকার। যদি কোনও গরমিল থেকে থাকে তবে তা এই অডিটের মাধ্যমেই ধরা পড়বে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট পেশ করতে হবে। এই চুক্তির থেকে পুরোপুরি হ্যাল-কে সরিয়ে দেওয়া হয়েছে। যদি হ্যাল-কে যুক্ত করা যেত তা হলে প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ১০৮টি রাফাল যুদ্ধ বিমান ভারতেই তৈরি হতো। চুক্তির প্রাথমিক পর্যায় ৯০,০০০ কোটি টাকা দিয়ে ১২৬টি রাফাল জেট কেনার কথা ছিল। আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এখন ৩৬টি জেট ৬০,০০০ কোটি টাকায় কেনার হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *