BRAKING NEWS

ভিডিও গেম প্রতিযোগিতা চলাকালীন গুলিবৃষ্টি, ফ্লোরিডায় আততায়ী সহ মৃত ৩

ফ্লোরিডা, ২৭ আগস্ট (হি. স.): আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল বিষাদে। ফ্লোরিডার শপিংমলে অনলাইন ভিডিও গেম প্রতিযোগিতা চলাকালীন এলোপাথাড়ি গুলিবর্ষণে মৃত্যু হল দু’জন নিরপরাধ মানুষের। এছাড়াও আত্মঘাতী হয়েছে ওই আততায়ী। ফ্লোরিডার জ্যাকসনভিলে ল্যান্ডিং শপিংমলের ঘটনা। জ্যাকসভিলে শেরিফের দফতর থেকে টুইট করে জানানো হয়েছে, রবিবার রাতে জ্যাকসনভিলে ল্যান্ডিং শপিংমলের জিএলএফএইচ গেমিং বারে অনলাইন ভিডিও গেম-এর প্রতিযোগিতা চলছিল। আচমকাই গুলির শব্দ শোনা যায়। আতঙ্কে শপিংমলের ভিতরে লুকিয়ে পড়েন বহু মানুষ।
কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। বাইরে থেকে শপিংমলকে ঘিরে ফেলেন পুলিশ কর্মী-অফিসাররা। ততক্ষনে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয় দু’জনের, এছাড়াও অন্ততপক্ষে ৯ জন জখম হয়েছেন। প্রশাসন সূত্রের খবর, আত্মঘাতী হয়েছে বছর ২৪-এর ওই আততায়ী। কি কারণে এই হামলা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *