বাগদাদ, ২৬ আগস্ট (হি.স.) : ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান৷ রাজধানী বাগদাদ সহ বিস্তীর্ণ এলাকায় টের পাওয়া গিয়েছে কম্পন৷ যদিও মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১৷ কম্পনের উৎসস্থল পশ্চিম ইরানের কেরমানশাহের ভূপৃষ্ঠ থেকে ৬ মাইল গভীরে৷ এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি৷
গত কয়েকদিন ধরে ইরাকে বারবার মৃদু থেকে মাঝারি কম্পন অনুভূত হয়েছে৷ বৃহস্পতিবার একই দিনে তিনবার দুলে ওঠে ইরান৷ প্রথমটি হয় ওমানের কাছে৷ দ্বিতীয়টি টের পাওয়া যায় ওমান থেকে ২০৫ কিমি দুরে৷ তৃতীয় ভূমিকম্পটি হয় ওমানের কাছেই৷