ম্যাঞ্চেস্টার, ২৬ আগস্ট (হি.স.) : প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে জয় পেলেও পেপ গুয়ার্দিওলার দল ম্যাঞ্চেস্টার সিটি এবার উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে ১-১ ড্র করল। বিরতির পর উইলি বলির হেডে ০-১ পিছিয়ে পড়েছিল সিটি। তার ১২ মিনিট পর গুন্দোগানের ফ্রি-কিকে আইমেরিক লাপোর্তে হেডে ১-১ করেন।
লন্ডনে ওয়েস্ট হ্যামের মাঠে উনাই এমেরির আর্সেনাল আরও একবার আতঙ্ক তৈরি করেছিল। ম্যাচের ২৫ মিনিটেই পিছিয়ে পড়ে। ওয়েঙ্গারের পরিবর্ত কোচের অধীনে এ বার প্রিমিয়ার লিগ শুরু করেছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি ও চেলসির বিরুদ্ধে। শনিবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ৩-১ জিতল এমেরির টিম।
ওয়েস্টহ্যামের গোল করেছিলেন আর্নৌতোভিচ। তার মিনিট পাঁচেকের মধ্যেই ১-১ করেন আর্সেনালের নাচো মনরেয়াল। দ্বিতীয়ার্ধে দিওপের আত্মঘাতী গোলে ২-১ এগোয় আর্সেনাল। ইনজুরি টাইমে ওয়েলবেকের গোলে স্বস্তির হাসি দেখা গেল এমেরির মুখে। গ্যালারিতে উচ্ছ্বাস আর্সেনাল ভক্তদেরও। ওয়েঙ্গারের ২২ বছরের ঐতিহ্য এখনই এমেরি তৈরি করতে পারবেন না। কিন্তু টিম জিততেই ভুলে গিয়েছিল। সেখানে তিন পয়েন্ট অনেক বড় পুরস্কার ভক্তদের জন্য।