পোর্ট অফ স্পেন, ২৬ আগস্ট (হি.স.) : টি-২০ ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন পাক পেসার মহম্মদ ইরফান৷ চার ওভারের কোটার শেষ বলটায় এক রান খরচ না করলে নামের পাশে লেখা থাকত শূন্য৷ সেই কীর্তি অবশ্য না হলেও নির্ধারিত চার ওভারের শেষ বলে এক রান খরচ করেন৷ ফলে চার ওভারে খরচ মাত্র এক রান খরচ করে তিনটে মেডেন আর দুটি উইকেট তুললেন৷
এমন বিস্ময় স্পেলে ক্রিকেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন পাক পেসার মহম্মদ ইরফান৷ টি-২০ ক্রিকেটের ইতিহাসে চার ওভার হাত ঘুরিয়ে এক রান খরচের বিরল নজির আর কোনও বোলারের নেই৷ সেই কীর্তি গড়ে শিরোনামে উঠে এলেন ৭ ফুট ১ ইঞ্চি উচ্চতার পাক বাঁ-হাতি৷ সঙ্গে টি-২০ স্পেশ্যালিস্ট ক্রিস গেইল ও এভিন লুইসের উইকেট তুলে নিয়েছেন ইরফান৷ চার ওভারের স্পেলের প্রথম বলেই গেইলকে আউট করেন, আর দ্বিতীয় ওভারে লুইসের উইকেট তুলে নেন পাক পেসার৷ ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের ম্যাচে সেন্ট কিটসের বিরুদ্ধে বার্বাডোস ত্রিনিনাদের হয়ে পাকিস্তানের বাঁ-হাতি পেসার এই নজির গড়েছেন৷ কৃপণতম বোলিং করে ইতিহাসে গড়লেও দলের ব্যাটসম্যানদের ব্যর্থতায় তাঁর বোলিং কাজে আসেনি৷