জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : এশিয়ান গেমসে ইন্তাননকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল। মাত্র ৪২ মিনিটে বিপক্ষকে ২১-১৮, ২১-১৬ গেমে উড়িয়ে সেমিফাইনালে জায়গা পাকা করলেন সাইনা। তার সঙ্গেই ইতিহাস গড়লেন তিনি। এর আগে কোনও ভারতীয় মহিলা শাটলার এশিয়ান গেমসে পদক পাননি। সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন সাইনা।
১৯৮২ সালে শেষ বার ব্যাডমিন্টনে পদক এসেছিল ভারতের ঘরে। সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সে বছর। তার পর থেকে ৩৬ বছর এই বিভাগে কোনও পদক আসেনি। তবে এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই বিশেষজ্ঞরা বাজি ধরেন সাইনা-সিন্ধু-শ্রীকান্তের ওপর। আপাতত একজন সেই পথে এগিয়ে গিয়েছেন। সেমিফাইনালে সাইনা মুখোমুখি হবেন তাই জু ইং-এর। কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন নোজোমি ওকুহারাকে হারিয়েছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ইন্দোনেশিয়ান মাস্টার্সে পর পর ২ বার হারিয়েছেন তাঁকে। গত ৫ সাক্ষাতে ৪টিতেই শেষ হাসি ছিল সাইনার।