BRAKING NEWS

পেরু-ব্রাজিল সীমান্তে জোরালো ভূকম্পন, তীব্রতা ৭.১

লিমা, ২৪ আগস্ট (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু-ব্রাজিল সীমান্ত| জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে বলিভিয়াতেও| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ভোর ৪.০৪ মিনিট নাগাদ ৭.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পেরু-ব্রাজিল সীমান্তে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ৬১০ কিলোমিটার (৩৭৯ মাইল) গভীরে|
ইউএসজিএস জানিয়েছে, পুকাল্লাপা শহরে পরপর দু’বার আফটার শক অনুভূত হয়| এছাড়াও কেঁপে উঠেছে উত্তরাঞ্চলীয় চিলি এবং কলম্বিয়ার শহর মেদেল্লিন| প্রশাসন সূত্রের খবর, শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ববিদরা জানিয়েছেন, পেরুতে প্রায়ই ভূকম্পন অনুভূত হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *