BRAKING NEWS

পুনরায় স্বস্তি অমরনাথ তীর্থযাত্রীদের, কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে রওনা দিলেন ১৩৭ জন পুন্যার্থী

শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): দিন তিনেক স্থগিত থাকার পর পুনরায় শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা| আর মাত্র দু’দিন বাকি, এমতাবস্থায় জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন আরও ১৩৭ জন অমরনাথ তীর্থযাত্রী| জুন মাসের ২৮ তারিখ থেকে শুরু হয়েছে বার্ষিক অমরনাথ যাত্রা, ইতিমধ্যেই ৫৬ দিন অতিক্রান্ত| শুক্রবার পর্যন্ত ২.৮৪ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন| শুত্র্বার জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে অমরনাথ দর্শনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ১৩৭ জন তীর্থযাত্রী| শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের এক আধিকারিকের কথায়, এখনও পর্যন্ত ২,৮৪ লক্ষেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ দর্শন করেছেন|
প্রশাসন সূত্রের খবর, কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুক্রবার ভোরে ৭টি গাড়িতে চেপে জম্মু-র ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল এবং পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ১৩৭ জন তীর্থযাত্রী| ১৩৭ জন তীর্থযাত্রীদের মধ্যে অধিকাংশ তীর্থযাত্রী পহেলগাঁও বেসক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাকি পুন্যার্থীরা বালতাল বেসক্যাম্প অভিমুখে রওনা দিয়েছেন| উল্লেখ্য, শ্রাবণ পূর্ণিমার পুন্যলগ্নে আগামী ২৬ আগস্ট, রবিবার সমাপ্ত হবে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রা| উল্লেখ্য, নিরাপত্তা সংক্রান্ত কারণে গত ২১-২৩ আগস্ট, যথাক্রমে তিন দিন অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *