রাখিবন্ধনের আগে প্রধানমন্ত্রীর উপহার, বিনামূল্যে বাড়ি এক লাখের বেশি পরিবারকে

জুজওয়া, ২৩ আগস্ট (হি.স.) : রাখিবন্ধন উৎসবের আগে প্রায় এক লাখেরও বেশি পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তগর্ত নবনির্মিত বাড়িগুলির চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার গুজরাটের ভালসাদ জেলার জুজওয়াতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তগর্ত নবনির্মিত বাড়িগুলির উদ্বোধন করেন।এই-গৃহপ্রবেশের মাধ্যমে এই বাড়িগুলি উদ্বোধন করেন তিনি। প্রান্তিক মানুষের জন্য বিনামূল্যের এই আবাস যোজনার ফলে উপকৃত হবে এক লাখেরও বেশি পরিবার।
এদিন প্রধানমন্ত্রী বলেন, যেসব পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেয়েছে সেই সব পরিবারের মহিলাদের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছে। রাখিবন্ধনের আগে ভাই হিসেবে এটি আমার গুজরাটের বোনেদের জন্য উপহার। এদিন সভামঞ্চ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রায় ২৬টি জেলার মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এই প্রকল্পের জন্য খরচ হয়েছে ১৭২৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী বলেন, রাখিবন্ধনের আগে এক লাখেরও বেশি পরিবারের জন্য বাড়ি দিতে পেরে আমি সন্তোষ প্রকাশ করছি। এটি আমাদের স্বপ্ন ও প্রচেষ্টা যে ২০২২ সালের মধ্যে প্রত্যেক ভারতবাসীর নিজের বাড়ি হোক। এতদিন পর্যন্ত আমরা শুনেছিলাম যে রাজনীতিবিদরা বাড়ি পায়। এখন গরিবরাও নিজেদের বাড়ি পাচ্ছে।
অন্যদিকে নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই প্রশাসনের মধ্যে কমিশনের কোনও জায়গা নেই। রাজীব গান্ধী বলেছিলেন, কেন্দ্র যদি গরিবদের জন্য এক টাকা অনুমোদন করে। গরিবের কাছে তা পৌঁছবে মাত্র ১৫ পয়সা। কিন্তু বর্তমান সময় দিল্লি যদি এক টাকা দেয় তবে একশো পয়সাই গরিব মানুষেরা পাবে। এই প্রকল্পের মাধ্যমে ভাল মানের বাড়ি তৈরি করা হয়েছে। গুজরাট আমাকে অনেক শিখিয়েছে। নিজের স্বপ্নকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে শিখিয়েছে গুজরাট। এই প্রকল্পের সুবিধা প্রাপ্তরা নিজেরাই ঠিক করেছে বাড়ির নকশা কেমন হবে। কি ধরণের সিমেন্ট বা জিনিস লাগবে তা ওরা নিজেরাই ঠিক করছে।