নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : জার্মানিতে রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে উত্তাল দেশের রাজনৈতিক মহল। ইতিমধ্যেই এই বিষয়ে কংগ্রেস সভাপতির জবাবদিহি চেয়েছে বিজেপি। এবার পাল্টা বিজেপির নিন্দায় মুখোর হল কংগ্রেস।
বৃহস্পতিবার কংগ্রেস নেতা আরপিএন সিং বলেন, হামবুর্গের বুসেরিয়াস সামার স্কুলে বুধবার কংগ্রেস সভাপতি দেশের চাকরির অভাব তুলে ধরেছেন তিনি। এই সমস্যাটি বর্তমান সময়ে দেশের সব থেকে বেশি বড় সমস্যা। কর্মহীনতা কি ভাবে দেশের মানুষদের মনের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্রোধ তৈরি করেছে সেই দিকটিই তিনি ব্যাখ্যা করেছেন। দেশের সিংহভাগ মানুষের কর্মহীনতার বিষয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন দুই কোটি নতুন কর্মসংস্থান তৈরি করা হবে। কিন্তু বিগত চার বছরে সেই প্রতিশ্রুতি তিনি রাখতে ব্যর্থ হয়েছেন। নিজেদের এই ব্যর্থতা থেকে সাধারণ মানুষদের মনোযোগ ঘোরানোর জন্যই এই রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছে। দেশজুড়ে নারীদের প্রতি যে অত্যাচার হচ্ছে প্রসঙ্গ তুলে ধরে আরপিএন সিং বলেন, দেশের মধ্যে মহিলাদের প্রতি বিশেষ করে শেল্টার হোমে যে ভাবে নারীদের প্রতি অত্যাচার হচ্ছে তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী একেবারেই নীরব। পাশাপাশি সম্বিদ পাত্রের ভাষার ধরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন আরপিএন সিং। তিনি বলেন রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে যে ভাষায় আক্রমণ করেছে তা দুর্ভাগ্যজনক।
প্রসঙ্গত, সম্বিদ পাত্র এদিন বলেন, রাহুল গান্ধী ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছেন। দেশের নেতিবাচক ছবি তিনি তুলে ধরেছেন। এর জন্য তাকে কৈফিয়ৎ দিতে হবে। রাহুল গান্ধী সন্ত্রাসবাদকে ন্যা্য্যতা প্রতিপাদন করতে চেয়েছে। এমনকি তিনি আইসিসের হয়েও সওয়াল করেছেন। এর থেকে ভয়ানক এবং চিন্তার বিষয় আর কি হতে পারে? দেশের সংখ্যালঘুদের ভাবমূর্তি কলঙ্কিত করেছেন তিনি। ভারত সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করছেন তিনি।