প্যারিস, ২৩ আগস্ট (হি.স.) : বৃহস্পতিবার প্যারিসের রাজপথে ছুরি হামলায় দুজনের মৃত্যু হয়েছে৷ জঙ্গি হামলা নাকি নিছক পারিবারিক সমস্যা? বৃহস্পতিবার প্যারিসের রাজপথে ছুরি হামলার কারণ নিয়ে ধন্দে পুলিশ৷ ইতিমধ্যে আইসিস জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেছে৷ একটি সূত্রের দাবি, পারিবারিক বিবাদের জেরে হামলা৷ পুলিশ অবশ্য কোনও বিবৃতি জারি করেনি৷ তবে কারণ যাই হোক, ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্যারিসে৷
ফের রক্তাক্ত ইউরোপ৷ এবার ঘটনাটি প্যারিসের৷ হামলাকারী ছুরি নিয়ে হামলা করেছে৷ এলোপাথারি ছুরি হামলায় দুইজনের মৃত্যু হয়েছে৷ আহত আরও অনেকে৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ আততায়ীকে গুলি করে খুন করেছে পুলিশ৷ তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাটি মারাত্মক আকার ধারণ করেনি৷ ট্যুইট করে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী পুলিশের কাজের প্রশংসা করেন৷ পাশাপাশি মৃতের পরিবারকেও সমবেদনা জানান৷ হামলাটি হয়েছে প্যারিস থেকে ২০ কিমি দুরে ট্রেপারে৷ এলাকাটি মুসলিম অধ্যুষিত৷ জানা গিয়েছে, আইএস জঙ্গি সংগঠনে যোগ দিতে এখান থেকে বহু যুবক ইরাক ও সিরিয়া পাড়ি দিয়েছে৷ জানা গিয়েছে, এই ঘটনায় মৃতরা হামলাকারী পরিবারের সদস্য৷