BRAKING NEWS

মুম্বইয়ের পারেল এলাকায় ক্রিস্টাল টাওয়ার বহুতলে আগুন, মৃত্যু চারজনের

মুম্বই, ২২ আগস্ট (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক বাণিজ্যনগরী মুম্বইয়ে। বুধবার সকাল ৮.৩০ মিনিট নাগাদ মুম্বইয়ের পারেল এলাকায় হিন্দমাতা সিনেমা হলের সন্নিকটে ক্রিস্টাল টাওয়ার বহুতলে আচমকা আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে দমকলের আরও ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে ক্রিস্টাল টাওয়ার বহুতলের ভিতর থেকে আগুন ও কালো ধোঁয়া নির্গত হতে থাকে, একইসঙ্গে আতঙ্ক আরও বাড়তে থাকে। বহুতলের ভিতরে আটকে থাকা মানুষজনকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। পুলিশ ও দমকল সূত্রের খবর, অন্তত ২০ জনকে উদ্ধার করে কেইএম হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জন স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দমকলের ২০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। আগুন নিভতেই বহুতলের ভিতরে প্রবেশ করেন দমকল কর্মী-আধিকারিকরা। পদস্থ এক দমকল কর্মী জানিয়েছেন, ১২ তলায় লিফট সংলগ্ন জায়গায় ক্ষয়ক্ষতির পরিমান বেশি। আপাতত বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৮.৩২ মিনিট ফোন করে অবহিত করা হয় হিন্দমাতা সিনেমা হলের সন্নিকটে ক্রিস্টাল টাওয়ার বহুতলের ১২ তলায় আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলে ১০টি ইঞ্জিন, পরে দমকলের আরও ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয়। মুম্বই দমকলের প্রধান পি এস রাহাংদালে জানিয়েছেন, দমকলের ২০টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আয়ত্তে এসেছে আগুন। বহুতলের ভিতর থেকে ২০ জনকে উদ্ধার করা হয় এবং তাঁদের কেইএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কেইএম হাসপাতালের ডিন ড. অবনীশ এন সুপে জানিয়েছেন, ‘২০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে একজন বৃদ্ধ ও তিনজন পুরুষের মৃত্যু হয়েছে। বাকি ১৬ জন (১০ জন পুরুষ এবং ৬ জন মিহিলা) স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। বহুতলের ভিতর থেকে গলগল করে বেরোতে থাকে আগুন ও কালো ধোঁয়া। অগ্নিকাণ্ডের জেরে বহুতলের ভিতরে বেশ কয়েকজন আটকে পড়েন, ক্রেনের সাহায্যে তাঁদের উদ্ধার করেন দমকল কর্মীরা। কি কারণে আগুনের সূত্রপাত, তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *