নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ আগষ্ট৷৷ উত্তর জেলার পানিসাগরের দামছড়ার জহর কলোনীতে অভিযান চালিয়ে পুলিশ হিরোইন এবং নগদ টাকা বাজেয়াপ্ত করেছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দামছড়া থানার ওসি এবং পানিসাগরের এসডিপিও জহর কলোনীর বাসিন্দা রুল দামলাল ত্রিপুরার বাড়িতে হানা দেয়৷ বাড়ির ঘরে মজুত রাখা ১১০ গ্রাম হিরোইন এবং ১৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে৷ পুলিশের অভিযানের আঁচ পেয়ে নেশা সামগ্রী কারবারী রুল দামলাল ত্রিপুরা বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয়৷ বাড়ি থেকে ১৫ বছরের এক কিশোরকে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
এসডিপিও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল যে রুল দামলাল এর বাড়িতে নেশা সামগ্রী মজুত রয়েছে চোরাচালানের জন্য৷ রবিবার দুপুরে বিশাল সংখ্যায় পুলিশ সেখানে পৌঁছে এবং বাড়িটিকে ঘিরে রেখে তল্লাসী চালানো হয়৷ কিন্তু, পুলিশ পৌঁছার আগেই নেশার কারবারী পালিয়ে যায় বাড়ি থেকে৷ পুলিশ তল্লাসি চালিয়ে উদ্ধার করেছে হিরোইন৷ পুলিশের অনুমান আন্তর্জাতিক নেশা পাচার বাণিজ্যের সাথে রুল দামলাল যুক্ত রয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা৷ পুলিশ জানিয়েছে আগামীদিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে৷