BRAKING NEWS

রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় ও পরিকল্পিত উন্নয়নে পর্ষদ পুনগর্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট ৷৷ রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় এবং পরিকল্পিত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে উচ্চশিক্ষার যে রাজ্য পর্ষদ রয়েছে তা পুনগর্ঠন করা হয়েছে৷ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পুনগর্ঠিত এই পর্ষদের চেয়ারম্যান হয়েছেন৷ ভাইস চেয়ারম্যান হিসাবে রয়েছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা৷ সদস্যরা হলেন এম বি বি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা, মহিলা কলেজের অধ্যক্ষ মণিদীপা দেববর্মা, বি বি এম সি’র অধ্যক্ষ ড সঞ্জয় রায়, ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ ড এ কে দাস চৌধুরী, রামঠাকুর কলেজের এসোসিয়েট প্রফেসর ড রতন দেব, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড ধনঞ্জয় গণ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড গীতা দেবনাথ, অবসরপ্রাপ্ত এসোসিয়েট প্রফেসর ড জওহরলাল সাহা এবং এমবিবি কলেজের এসোসিয়েট প্রফেসর ড ডি সি হোতা৷ পর্ষদের সদস্য-সচিব হয়েছেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা৷

উচ্চশিক্ষার ক্ষেত্রে সমন্বয় এবং পরিকল্পিত উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এই পর্ষদ কাজ করবে৷ এই পর্ষদ স্বাধীন এবং স্বশাসিত সংস্থা হিসাবে কাজ করবে এবং উচ্চশিক্ষা দপ্তর, রাজ্য সরকার ও ইউজিসি’র অধীনে থাকা ন্যাশন্যাল ইমপ্লিয়েন্টিং এজেন্সি, বিশ্ববিদ্যালয় এবং কলেজ প্রতিষ্ঠানগুলি মধ্যে সম্পর্ক রক্ষা করে কাজ করবে৷ উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *